ঢাকায় নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম (এনবিজেএফ) এর নতুন সভাপতি হলেন বাংলাদেশ প্রতিদিনের মোহাম্মদ মোদাব্বের হোসেন। এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক জাগরণ পত্রিকার সিনিয়র রিপোর্টার তোফাজ্জল হোসেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর বাগিচা রেস্টুরেন্টে দ্বিবার্ষিক সাধারণ সভায় তাদেরকে নির্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি নজমুল হক সরকার (বর্তমান), আঞ্জুমান আরা মুন (করোতোয়া), যুগ্মসাধারণ সম্পাদক মানিক মুনতাসির (বাংলাদেশ প্রতিদিন), কোষাধ্যক্ষ মিজানুর রহমান (অবজারভার), সাংগঠনিক সম্পাদক গোলাম মওলা (বাংলা ট্রিবিউন), দফতর সম্পাদক আক্তারুজ্জামান রকি (আজকের সংবাদ), তথ্য ও প্রচার সম্পাদক এম উমর ফারুক (নতুন সংবাদ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউল হক সবুজ (বাংলাভিশন)। নির্বাহী কমিটির সদস্যরা হলেন— খায়রুজ্জামান কামাল (বাসস), মজিবুর রহমান (বাংলাদেশ প্রতিদিন), সাজেদ হিটলার (৭১ টিভি),শাহীন বাবু (বিটিভি), জহিরুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন), আবু ইউসুফ (দিনের আলো), শামসুল হক বসুনিয়া (আনন্দ টিভি), রফিকুল ইসলাম রনি (বাংলাদেশ প্রতিদিন), আলী মামুদ (দিনকাল), এম এ মান্নান (বাংলাদেশ বেতার), শওকত রেজা (মানবকণ্ঠ), মনোরমা আক্তার (দর্পণ প্রতিদিন), নির্মল বর্মন (সময়ের আলো)।
NO | Notice Title | Published On |
---|---|---|
0 | ছড়াকার রফিকুল হক দাদু ভাইয়েল স্মরণ সভা | 2021-12-28 10:32:20am |
1 | নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের পিঠা উৎসব অনুষ্ঠিত | 2021-11-18 12:34:09pm |
2 | নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামে পিঠা উৎসব-২০২০ | 2020-12-25 03:50:56pm |
Copyright © 2023 || All Rights Reserved || Developed by Nahid